শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার সোসাইটি মানবিক উদ্যোগ হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। প্রতি বছর শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্টে দিনযাপন করে। তাদের কষ্ট লাঘব ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আমাদের এই মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনার সামান্য অবদান একজন অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে।
আপনার সহযোগিতায় যা করা হবে:
শীতার্ত ভূমিহীন ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল, সোয়েটার ও গরম পোশাক বিতরণ
প্রবীণ, নারী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান
প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় সরাসরি পৌঁছে দেওয়া
মানবতার এই যাত্রায় আপনিও অংশ নিন।
একটি কম্বল—একটি গরম কাপড়—একটি ছোট সাহায্যও হতে পারে কারো জন্য আশীর্বাদ।