1. admin@bangladeshnationalhomleessociety.org : admin :
বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি
  • ফোন
  • 01922042386
  • ইমেইল
  • bdjbap2021k@gmail.com
  • কার্যালয়
  • গোলবাথান, কালিয়াকৈর, গাজীপুর
    মিরসরাইয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ

    চট্টগ্রাম প্রতিনিধি

    মিরসরাই উপজেলার উত্তর হাইতকান্দি এলাকায় এক যুবদল নেতার বিরুদ্ধে৷ প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
    সাত তারিখ দুপুরে এলাকায় বসবাসরত সাধারণ মানুষ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ওই অপপ্রচারের তীব্র নিন্দা জানান।
    প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং বিএনপির সদস্য দিদারুল যুবদলের সিনিয়র সদস্য সাহাবউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
    স্থানীয় বাসিন্দারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এলাকার সুনাম ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে। তারা অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সরেজমিনে তদন্তে এটা বেরিয়ে আসে ভিডিওতে ভিডিও করা লোকটি ছিল এক জন চিহ্নিত সন্ত্রাসী সে ঐ ছেলেকে এক প্রকার অপহরণ করে তার এলাকা দম্দমা থেকে নিজামপুর নিয়ে যায় সেখানে তাকে বিভিন্ন প্রকার শারীরিক নির্যাতন করে যুবদল নেতা রাশিদের বিরুদ্ধে স্বীকারোক্তি দিতে বাধ্য করে ওইখানে উপস্থিত ছিল ফাহিম হৃদয় শান্ত ফাহিমের সাথে কথা বললে ফাহিম জানান বিষয়টি ১৫ নং ইউনিয়ন যুবদল নেতা আরিফের নির্দেশে এই ভিডিও ধারণ করে, এই বিষয়ে স্থানীয় সাবেক মেম্বার ঊষা সাথে কথা বললে উনি বলেন ওই ছেলেটার কাছে ভিডিওতে হাতে কাগজের ফোট লাগুলো দেখা গেছে সেগুলো আসলে কোন মাদক না এগুলো যে কেউ দেখলে বুজতে পারবে এরথেকে বড বিষয় হলো তখন আইনের কাছে হস্তান্তর করে নাই কেন মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে ভালো মানুষের মান-সম্মান নিয়ে ছিনিমিনি খেলার একটা অবৈধ চক্রান্ত, এলাকাবাসী আরো বলেন এই চক্রের বিচারের জন্য প্রশাসনের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি

    ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

    0+

    আজীবন সদস্য

    50+

    কমিটি

    500++

    সদস্য

    1700++

    সাধারন সদস্য