সজিব হোসাইন জিকোঃ
জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জুলাই যোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
সভায় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ সময় জুলাই কন্যা লতা বলেন, মেয়র মজিবর রহমান সংসদ সদস্য নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের প্রত্যাশা রয়েছে। তিনি বিশেষভাবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, চিকিৎসা সুবিধা প্রদান এবং একত্রিত হয়ে কার্যক্রম পরিচালনার জন্য একটি অফিস স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মেয়র মজিবর রহমান বলেন, তিনি গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের উত্থাপিত সকল যৌক্তিক দাবি পূরণে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তিনি সব সময় জনগণের পাশে থাকতে চান এবং জনগণের অধিকার আদায়ে কাজ করবেন।
সভা শেষে তিনি উপস্থিত সবার কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

